শ্বাসকষ্টের কারণ কী?
শ্বাসকষ্টের সমস্যায় অনেকেই ভোগেন। বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্টের কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৬১তম পর্বে কথা বলেছেন অধ্যাপক. ডা. রৌশনী জাহান।
অধ্যাপক. ডা. রৌশনী জাহান বর্তমানে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : শ্বাসকষ্টের কারণ কী?
উত্তর : শ্বাসকষ্টের কারণের মধ্যে রয়েছে শ্বাসতন্ত্র জনিত কারণ। সেখানে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি রয়েছে। সিওপিডি বা ক্রনিক অবসেবসিভ পালমোনারি ডিজিজ রয়েছে। আবার হার্ট ফেইলিউর যদি হয়, সে ক্ষেত্রেও শ্বাসকষ্ট হয়। এ ছাড়া আরো অন্যান্য কারণে শ্বাসকষ্ট হয়। ডায়াবেটিসের কারণেও শ্বাসকষ্ট হয়। তবে আমরা যেটি নিয়ে বেশি চিন্তিত, সেটি হলো শ্বাসতন্ত্রের সমস্যা। ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি এই ধরনের রোগীগুলো নিয়ে আমরা কাজ করি।