গর্ভাবস্থায় কতবার চেকআপের জন্য যেতে হবে?
গর্ভাবস্থায় চিকিৎসকের কাছে গিয়ে চেকআপ করানো খুব জরুরি। চেকআপ নিয়মিত করতে পারলে বিভিন্ন জটিলতা থেকে মুক্ত থাকা যায়।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৭৭তম পর্বে কথা বলেছেন ডা. রেহনুমা জামান। বর্তমানে তিনি স্কয়ার হসপিটাল লিমিটেডের গাইনি অ্যান্ড অবস ও ইনফার্টিলিটি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গর্ভাবস্থায় কতবার চিকিৎসকের কাছে চেকআপের জন্য যাওয়া প্রয়োজন?
উত্তর : চেকআপের ক্ষেত্রে আমরা বলি, যখন গর্ভাবস্থা হবে, তখন চিকিৎসকের কাছে যাবে। তখন রুটিন কিছু পরীক্ষা করবে। এরপর চার সপ্তাহ পর পর আসতে হবে। ২৮ সপ্তাহ পর থেকে দুই সপ্তাহ পর পর আসতে হবে। আর ৩৬ সপ্তাহ হয়ে গেলে এক সপ্তাহ পর পর আসতে হবে।
প্রশ্ন : একেবারে যারা দরিদ্র অবস্থায় রয়েছে, তারা তো এতবার যেতে পারবে না। তাদের জন্য কী করতে হবে?
উত্তর : প্রথমত, একবার আসতে হবে। ১২ সপ্তাহের মধ্যে একবার আসবে। পাঁচ মাসের দিকে একবার আসবে। ২৮ সপ্তাহ থেকে নিয়মিত আসতে শুরু করবে।