স্তন ক্যানসার কি ফিরে আসে?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/09/17/photo-1537155538.jpg)
নারীদের ক্যানসারের মধ্যে স্তন ক্যানসার শীর্ষে রয়েছে। প্রাথমিক অবস্থায় চিকিৎসা করলে স্তন ক্যানসার পুরোপুরি সেরে যায়। তবে একবার ভালো হওয়ার পর কি স্তন ক্যানসার আবারও হতে পারে?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৯৭তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : যাঁরা পুরোপুরি সুস্থ হয়ে যান, তাঁদের কি অন্যান্য সমস্যা হওয়ার ঝুঁকি থাকে?
উত্তর : সাধারণত ঝুঁকি কম থাকে। তবে পুনরায় যে একেবারেই হবে না, সেটি নয়। কিন্তু আবার ফিরে আসার আশঙ্কা কম থাকে।
প্রশ্ন : যাঁদের অল্প বয়সে সমস্যা হয়, তাঁদের পরবর্তীকালে সন্তান নেওয়ার ক্ষেত্রে কি কোনো জটিলতা থাকে?
উত্তর : প্রাথমিক পর্যায়ে কেউ এলে তাঁর ওভামগুলোকে আমরা সংরক্ষণ করার চেষ্টা করি। আমাদের স্কয়ার হাসপাতালে আমরা এটি করি। এতে ভবিষ্যতে বাচ্চা হওয়ার বিষয়টি তাঁর জন্য সহজ হয়।