ফুসফুসের ক্যানসারে পুরুষ মৃত্যুর হার বেশি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/09/20/photo-1537430569.jpg)
ফুসফুসের ক্যানসার বেশ প্রচলিত। বর্তমানে বাংলাদেশের ফুসফুসের ক্যানসারের প্রেক্ষাপট কী, এ নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২০১তম পর্বে কথা বলেছেন ডা. ইকবাল হোসেন মাহমুদ।
ডা. ইকবাল হোসেন মাহমুদ বর্তমানে ইউনাইটেড হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের সিনিয়র পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বাংলাদেশে ফুসফুসের ক্যানসারের এখন অবস্থা কী? এর মৃত্যুর হার এত বেশি হওয়ার কারণ কী?
উত্তর : আসলে ক্যানসার তো একটি মরণব্যাধি। ক্যানসারের কোনো উত্তর নেই। এরপরও ফুসফুসের ক্যানসার একটি প্রতিরোধযোগ্য রোগ। প্রতিরোধযোগ্য এই জন্য বললাম, যদি কেউ ধূমপান না করে, ভালো পরিবেশে থাকে, যেখানে কালো ধোঁয়া নেই, পরিবেশ দূষণ নেই, সেইখানে কিন্তু ফুসফুসের ক্যানসার হতে পারে না।
পুরুষরা যেহেতু ধূমপান বেশি করে, পুরুষ মৃত্যুর হার খুব বেশি এই ফুসফুসের ক্যানসারে। নারীদের মধ্যে দেখা যাচ্ছে স্তন ক্যানসার, জরায়ুমুখের ক্যানসার অনেক। বাংলাদেশের পরিসংখ্যান বলা খুব মুশকিল। প্রকৃত পরিসংখ্যান এখনো হয়নি। তবে যেভাবে ধূমপানের আধিক্য চলছে, গ্রামবাংলায় বলুন, শহরে বলুন, আমার নিজের অভিজ্ঞতা বলুন, প্রতিদিনই আমি ফুসফুসের ক্যানসারের রোগী পাচ্ছি। এটা বেশ ভয়াবহ আকার ধারণ করেছে। আমাদের এত নিষেধের পরেও ধূমপান চলছে, ধূমপান কিন্তু বন্ধ করা যাচ্ছে না। যে যত দিন বেশি ধূমপান করবে, তার ফুসফুসে ক্যানসার হওয়ার আশঙ্কা তত বেশি। কেবল ফুসফুসের ক্যানসার নয়, সিওপিডি হচ্ছে। এখন বলা হচ্ছে, ধূমপান জরায়ুমুখের ক্যানসারের জন্য দায়ী। শরীরের যেকোনো অংশের যেকোনো কোষের ক্ষতি করতে পারে।