বন্ধ্যত্ব বাড়ার কারণ কী?
বন্ধ্যত্ব বাড়ছে। পরিবেশদূষণ, মানসিক চাপ, জীবনযাপনের ধরন পরিবর্তন বন্ধ্যত্বের কিছু কারণ। বন্ধ্যত্ব বাড়ার কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২০২তম পর্বে কথা বলেছেন ডা. ফারজানা রহমান ডালিয়া।
ডা. ফারজানা রহমান ডালিয়া বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও অবস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বাংলাদেশে বন্ধ্যত্বের হার কেন বাড়ছে?
উত্তর : আসলে আগেও ছিল, এখন বাড়ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবেশদূষণ রয়েছে। অনেকে বেশি বয়সে বাচ্চা নিচ্ছেন, ক্যারিয়ারের পেছনে অনেকে ঘুরছেন। এ কারণে এই জিনিসগুলো এখন বেশি দেখা যাচ্ছে। জীবনযাপনের ধরন পরিবর্তন হচ্ছে। আগে অনেকে বাচ্চা না হলে চিকিৎসকের কাছে যেত না, এখন যাচ্ছে। এখন বাচ্চা না হওয়ার কারণ কী, এ বিষয়ে রোগ নির্ণয় হচ্ছে। আগে কিন্তু সামাজিক কারণেও অনেকে মুখ খুলতেন না। এখন যাচ্ছেন দেখেও কিন্তু এ ধরনের রোগী আমরা পাচ্ছি। প্রতি ছয়জনের মধ্যে একজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে বন্ধ্যত্ব বা সাব-ফার্টিলিটিতে ভুগছেন। আরেকটি পরিসংখ্যান রয়েছে, স্বামী-স্ত্রী উভয়ই কোনো কারণ ছাড়াই ভুগছেন।