বাংলাদেশে ব্লাড ক্যানসারের বর্তমান পরিস্থিতি কী?
ব্লাড ক্যানসার বা রক্তের ক্যানসার নামটি শুনলেই আতঙ্ক জাগে মনে। একটি সময় চিকিৎসা ভালো না থাকলেও বর্তমানে বাংলাদেশে এর ভালো চিকিৎসা রয়েছে।
বাংলাদেশে ব্লাড ক্যানসারের পরিস্থিতি নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২০৪তম পর্বে কথা বলেছেন ডা. মুনিম আহমেদ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের রক্ত রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
প্রশ্ন : ব্লাড ক্যানসারের বর্তমান পরিস্থিতি কী?
উত্তর : রক্তের যে ক্যানসারগুলো রয়েছে, সেগুলো অনেক রকম। ক্যানসারকে যদি আমরা একসঙ্গে হিসাব করি, তার ৭ শতাংশ রক্ত রোগের ক্যানসার হয়ে থাকে। গত ১০ বছরে এই রক্তের ক্যানসারটা অনেকাংশে এগিয়ে গেছে। উন্নত বিশ্বের কাছাকাছি না হলেও অনেকাংশে আমরা তাদের ধরে ফেলেছি।
এখন রোগ নির্ণয়, রোগ শনাক্তকরণ থেকে শুরু করে অনেকাংশে রোগ নিরাময়যোগ্যের মধ্যে নিয়ে আসতে পেরেছি। পুরো জিনিসটাই আসলে নির্ভর করছে রক্তের ক্যানসারটা কোন ধরনের, এ বিষয়ের ওপর। সাধারণ ভাষায় রক্তের ক্যানসার খুব সাধারণ শোনায়। কিন্তু আসলে এর মধ্যে অনেক প্রকারভেদ রয়েছে। যেমন এটা একিউট কি না বা দীর্ঘমেয়াদি ক্রনিক কি না, এটা লিউকোমিয়া কি না বা লিম্ফোমা কি না, এসব বিচার-বিবেচনা করে আমরা সিদ্ধান্তে আসি।
অনেক ক্যানসারই প্রায় নিরাময়যোগ্য। একজন রোগী শুধু ওষুধ খেয়ে পুরোপুরি সুস্থ হয়ে দীর্ঘ জীবন পেতে সক্ষম।
প্রশ্ন : যদি এই মুখে খাওয়ার ওষুধে না হয়, তখন?
উত্তর : তখন আমরা কেমোথেরাপি দিই। এটি যখন অগ্রবর্তী পর্যায়ে চলে যায়। এ ছাড়া আরো অগ্রবর্তী পর্যায়ে চলে গেলে যদি দেখা যায় কেমোথেরাপিতে কাজ হচ্ছে না, তখন সর্বাধুনিক যে চিকিৎসা, অর্থাৎ অস্থিমজ্জা প্রতিস্থাপন, বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট, সেটাও এখন আমাদের দেশে বেশ কয়েকটি সরকারি-বেসরকারি সেন্টারে করা হয়েছে।