এসএলই কী?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/10/03/photo-1538563747.jpg)
এসএলই বা সিস্টেমিক লুপাস ইরাইথিমেটোসাস একটি জটিল রোগ। রোগটির বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২১৪তম পর্বে কথা বলেছেন ডা. ফয়সাল আহমেদ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের রিউমাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : এসএলই কী?
উত্তর : আসলে এসএলই বা সিস্টেমিক লুপাস ইরাইথিমেটোসাস, এই রোগটি এক ধরনের বাত রোগ। আমরা যদি বাংলায় বলি, তাহলে এটি একটি বাত রোগ। এই বাত রোগটি নারীদের, সাধারণত তরুণ নারীদের বেশি হয়। আমরা অটো ইমিউনো ডিজিস বলি। আমাদের শরীরের একটি রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কোনো কারণ ছাড়া আমাদের শরীরকেই আক্রমণ করতে থাকে, তাহলে একটা অটো ইমিউনো ডিজিস তৈরি হয়। যদি এটি আমাদের নিউক্লিয়াসে একটি অ্যান্টিবডি তৈরি করে, তখন একে বলি এসএলই, সিস্টেমিক লুপাস ইরাইথিমেটোসাস। তো এই রোগটা যখন হয়, তখন এটি আমাদের শরীরে বিভিন্ন রকম উপসর্গ তৈরি করে। এটা থেকে গিরা ব্যথা হতে পারে। আমাদের শরীরের বিভিন্ন ছোট গিরা, বড় গিরা ব্যথা হতে পারে। গিরা ফুলে যেতে পারে। এটা কেবল গিরা নয়, আমাদের চামড়াও ধরতে পারে। যখন ধরে, তখন চামড়ায় একটা লাল লাল দাগ হয়। প্রচলিত যেটি হয়, সেটি হলো বাটারফ্লাই র্যাশ। নারীদের চোখের নিচে লাল র্যাশ তৈরি হয়। যারা চুলায় রান্না করে, তাদের বেশি হয়। এটা যখন চুল ধরে বা চামড়া ধরে, তখন অতিরিক্ত চুল পড়ে যেতে পারে। অ্যালোপেসিয়া বলি আর কী। এ ছাড়া এসএলই রোগ, আমাদের ফুসফুস ধরতে পারে। আমাদের কিডনিতে ধরতে পারে। গ্লুমেরুলো নেফ্রাইটিস বলি বা লুপাস নেফ্রাইটিস বলি। যখন এটি কিডনিকে ধরে, তখন প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে। এই রক্তটা সব সময় যে দেখা যাবে তা নয় কিংবা ইউরিনে মাইক্রোস্কোপের মাধ্যমে পরীক্ষা করলে বুঝতে পারি। এমনকি এসএলই রোগটা হার্টেও ধরতে পারে। ভাল্ভের রোগও তৈরি করতে পারে। এ ছাড়া এসএলই রোগের কারণে আরো অনেক কিছু, যেমন নার্ভও ধরতে পারে।
আমাদের যে শিরা, ধমনি এগুলো থেকে ভাসকুলাইটিসও করতে পারে। যদি রোগটিকে আমরা নিয়ন্ত্রণে রাখতে না পারি, যত দিন যাবে তত জটিল জটিল হবে।