ডেঙ্গু জ্বর-পরবর্তী জটিলতা কী?
গায়ে র্যাশ ওঠা ডেঙ্গু জ্বরের অন্যতম লক্ষণ। এই র্যাশ কখন ওঠে এবং ডেঙ্গু জ্বর-পরবর্তী জটিলতাগুলো কী হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২১৬তম পর্বে কথা বলেছেন ডা. দেলোয়ার হোসেন।
ডা. দেলোয়ার হোসেন বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ডেঙ্গু জ্বরে এই র্যাশগুলো কখন ওঠে?
উত্তর : জ্বর শুরু হওয়ার প্রথম থেকে র্যাশ ওঠে। আবার জ্বর সেরে যাওয়ার পর অনেক ক্ষেত্রে র্যাশ ওঠে। জ্বর সেরে যাওয়ার পরের এই সময়টাকে বলে ক্রাইসিস পিরিয়ড। এ সময় রোগীর দ্রুত হিমোগ্লোবিন কমে যায়, রক্তক্ষরণ হতে পারে। এই সময় শক সিনড্রম হয়। কারো যদি মস্তিষ্কের ভেতর হেমোরেজ হয়, খাদ্যনালিতে যদি রক্তক্ষরণ হয়, এটি প্রকাশ পেতে পারে রক্তবমি ও ম্যালেনা হিসেবে। মলের সঙ্গে রক্ত চলে যেতে পারে। কারো যদি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, এতে কিন্তু মরে যেতে পারে। রক্ত কমে যাওয়ার ৪০ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত মুহূর্তটা কিন্তু জটিল। এই সময়টা পার করলে মলের সঙ্গে রক্ত চলে যেতে পারে। তাই এই সময়টা কিন্তু বিপজ্জনক।