এনএসওয়ান পরীক্ষার মাধ্যমে শুরুতেই ডেঙ্গু নির্ণয় সম্ভব
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/10/27/photo-1540631941.jpg)
একটা সময় ছিল পাঁচ থেকে সাতদিন পর পরীক্ষা করলে ডেঙ্গু নির্ণয় করা যেত। তবে এখন শুরুতেই ডেঙ্গু নির্ণয় করা সম্ভব।
ডেঙ্গু জ্বরকে সাধারণ সর্দি জ্বর থেকে কীভাবে আলাদা করা সম্ভব, ডেঙ্গু রোগ নির্ণয়— এসব বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৩৮তম পর্বে কথা বলেছেন ডা. সাইদুর রহমান। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ডেঙ্গু জ্বর ও সাধারণ সর্দি জ্বরকে আলাদাভাবে বোঝার উপায় রয়েছে কি?
উত্তর : ডেঙ্গুতে সাধারণত প্রচণ্ড জ্বর হবে। এই জ্বর দুই থেকে সাতদিন পর্যন্ত থাকবে। তীব্র জ্বর থাকে। প্রচণ্ড গা ব্যথা হয়। যেসব শিশু কথা বলতে পারে, তারা বলবে, ‘হাত-পা ব্যথা করে’। সারা শরীরে ব্যথা হবে। বমি বমি ভাব, বমি, গিঁরা ব্যথা হয়। এসব সমস্যা চলতে থাকে। এরপর জ্বরটা কমে আসবে। আগে চার-পাঁচদিনের মাথায় ডেঙ্গু পরীক্ষা করলে ধরা পড়ত। এখন ডেঙ্গু জ্বর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এনএসওয়ান বলে একটি পরীক্ষা রয়েছে, এটি করলে সঙ্গে সঙ্গে ধরা যায়, তার ডেঙ্গু জ্বর হয়েছে কি না। প্রথম দিন থেকেই বোঝা যাবে ডেঙ্গু জ্বর হয়েছে কি না। এখন শুরুতেই নির্ণয় করা সম্ভব।