সোরিয়াসিসের লক্ষণ কী?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/10/30/photo-1540900276.jpg)
সোরিয়াসিসের লক্ষণের বিষয়ে কথা বলেছেন অধ্যাপক রাশেদ মোহাম্মদ খান। ছবি : এনটিভি
সোরিয়াসিস একটি জটিল চর্মরোগ। এই রোগে ত্বক খসখসে হয়ে পড়ে। শরীর থেকে মাছের আঁশের মতো চামড়া ঝড়তে থাকে।
সোরিয়াসিসের আরো লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৪১তম পর্বে কথা বলেছেন অধ্যাপক রাশেদ মোহাম্মদ খান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সোরিয়াসিসের লক্ষণ কী?
উত্তর : কিছু প্রচলিত বিষয় রয়েছে, যেখানে সোরিয়াসিসটা প্রচলিতভাবে হয়। অপ্রচলিত অনেক জায়গায়ও হয়। এর মধ্যে কনুইতে, হাঁটুতে, মাথায়, পিঠের পিছনে হতে পারে। দেখা যাবে, একটি লাল রঙের প্যাচ থাকবে, সেখান থেকে চামড়া ওঠবে। সাদা সাদা চামড়া ওঠতে থাকবে। সারা গায়ে হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে শরীরের বিভিন্ন ভাঁজে ভাঁজে হয়। বিভিন্ন ধরন রয়েছে। আমরা সিলভার স্কেলটা দেখেই বুঝতে পারি।