শীতে খোস-পাঁচড়া বাড়ে কেন?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/09/photo-1541764389.jpg)
স্ক্যাবিসের বিষয়ে কথা বলেছেন অধ্যাপক রাশেদ মোহাম্মদ খান। ছবি : এনটিভি
খোস-পাঁচড়া বা স্ক্যাবিস শীতে বেড়ে যায়। এর কারণ কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৫১তম পর্বে কথা বলেছেন অধ্যাপক রাশেদ মোহাম্মদ খান।
অধ্যাপক রাশেদ মোহাম্মদ খান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্কেবিসের কারণ কী? প্রথম যেই মানুষটা আক্রান্ত হয়, তার কারণ কী?
উত্তর : কেউ আক্রান্ত হলো, তবে ছড়ানোটা গরমকালে তো এত হয় না। শীতকালে একই জায়গায় অনেক লোক ঘুমিয়ে থাকে, তখন রোগটি রাতের বেলা সবার মধ্যে ছড়িয়ে যায়।
প্রশ্ন : আলমারিতে রেখে দেওয়া কাপড় যদি অনেক দিন পরে পরা হয়, তাহলে কি স্ক্যাবিস হতে পারে?
উত্তর : না, রেখে দেওয়া কাপড়ে এতদিন বাঁচবে না স্ক্যাবিস। তবে যার হয়েছে, তার কাপড় যদি অন্যজন পরে, বিছানা যদি শেয়ার করে, সেখান থেকে স্কেবিস ছড়ানোর আশঙ্কা থাকে। এটা খুব প্রচলিত আমরা বলি।