প্রোস্টেট ক্যানসার কী?
পুরুষদের প্রোস্টেট গ্রন্থির ক্যানসারকে প্রোস্টেট ক্যানসার বলে। মৃত্যুর হারের দিক থেকে এই ক্যানসারটি দ্বিতীয়।
প্রোস্টেট ক্যানসারের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৫৪তম পর্বে কথা বলেছেন ডা. আজফার উদ্দীন শেখ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালে ইউরোলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রোস্টেট ক্যানসার বলতে কী বোঝানো হচ্ছে?
উত্তর : প্রোস্টেট একটি গ্রন্থি। পুরুষের থাকে এটি। প্রস্রাবের থলির নিচে একটি মাংসপিণ্ড। পুরুষদের বয়স বেশি হয়ে গেলে, ৬৫ বা তার বেশি হলে, ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ক্যানসারটি ভালোভাবে চিকিৎসা করা যায়। এই ক্যানসারটি পুরুষদের এক নম্বর ক্যানসার। পুরুষদের সবচেয়ে বেশি হয় প্রোস্টেট ক্যানসার।