প্রোস্টেট ক্যানসার কেন হয়?
প্রোস্টেট ক্যানসার সাধারণত প্রবীণ পুরুষদের হয়। এই ক্যানসারের নির্দিষ্ট কোনো কারণ জানা যায় না। তবে কিছু ঝুঁকিপূর্ণ বিষয় রয়েছে, যেগুলোর কারণে প্রোস্টেট ক্যানসার হতে পারে।
প্রোস্টেট ক্যানসার হওয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিষয়গুলো কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৫৪তম পর্বে কথা বলেছেন ডা. আজফার উদ্দীন শেখ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রোস্টেট ক্যানসার কী কারণে হতে পারে?
উত্তর : আসলে এর নির্দিষ্ট কারণ জানা যায়নি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যানসার বেশি হয়। একে বয়সের একটি পরিবর্তনও বলা হয়। দ্বিতীয়ত, অনেকে গবেষণা করে বের করেছেন যে যারা কম আঁশ ও উচ্চ চর্বিজাতীয় খাবার খায়, তাদের প্রোস্টেট ক্যানসার হওয়ার আশঙ্কা বেশি। আরেকটি কারণ হলো ধূমপান। ধূমপান বেশি করলে প্রোস্টেট ক্যানসারের আশঙ্কা থাকে। আর এই ক্যানসারটা সম্পূর্ণ মেইল হরমোন বা অ্যান্ড্রোজেন নির্ভর। তাই অ্যান্ড্রোজেনিক উদ্দীপনায় ক্যানসারটা বড় হতে থাকে।