প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া প্রোস্টেট ক্যানসারের লক্ষণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/14/photo-1542196247.jpg)
সাধারণত প্রাথমিক অবস্থায় প্রোস্টেট ক্যানসারের লক্ষণ বোঝা যায় না। আবার অনেক সময় প্রাথমিক অবস্থাতেই কিছু উপসর্গ দেখা যেতে পারে। যেমন : প্রস্রাবে জ্বালাপোড়া, রক্ত যাওয়া ইত্যাদি।
প্রোস্টেট ক্যানসারের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৫৪তম পর্বে কথা বলেছেন ডা. আজফার উদ্দীন শেখ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রোস্টেট ক্যানসারের লক্ষণগুলো কী?
উত্তর : এটি যে প্রাথমিক পর্যায়ে শুরু হয়, তা নয়। অনেকের লক্ষণ থাকে। আবার অনেকের ক্ষেত্রে কোনো লক্ষণ থাকে না। শরীরে বড় হতে থাকে। এই জন্য স্ক্রিনিং প্রোগ্রাম করতে হবে, যেন প্রাথমিক অবস্থায় এটি ধরা যায়। তবে কিছু লক্ষণ থাকতে পারে। যেমন : প্রস্রাবে জ্বালাপোড়া করা, বারবার প্রস্রাব হওয়া, প্রস্রাবে বাধা পাওয়া, প্রস্রাব পুরোপুরি না করতে পারা, ভেতরে থেকে যাওয়া অনেক সময়। প্রস্রাবের সঙ্গে রক্ত যায়, যদি ক্যানসারটা বেড়ে যায় বা শরীরের অন্য জায়গায় ছড়িয়ে যায়। অনেক সময় হাড়ে যায়। অনেক রোগী হাড়ের ব্যথা নিয়ে আসে। সাধারণত মেরুদণ্ডে, প্যালভিক বোন—এসব জায়গায় বেশি ছড়ায়।