পেটের মেদ কমানোর সার্জারি ও জটিলতা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/15/photo-1542283754.jpg)
সব সার্জারিরই কিছু জটিলতা থাকে। পেটের মেদ কমানোর সার্জারি অ্যাবডোমিনোপ্লাস্টির ক্ষেত্রেও তাই। এই বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৪৮তম পর্বে কথা বলেছেন ডা. ইকবাল আহমেদ।
ডা. ইকবাল আহমেদ বর্তমানে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজের প্লাস্টিক ও কসমেটিক সার্জারি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অ্যাবডোমিনোপ্লাস্টির কী জটিলতা রয়েছে?
উত্তর : সার্জারি মানেই পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। একটি হলো অ্যানেসথেশিয়া সম্পর্কিত পার্শ্ব প্রতিক্রিয়া, আরেকটি হলো অস্ত্রোপচার সম্পর্কিত পার্শ্ব প্রতিক্রিয়া। অস্ত্রোপচার সম্পর্কিত যেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সেগুলো অন্য সব সার্জারির মতো। একটি অ্যাপেনডিসাইটিসের অস্ত্রোপচারেও কিন্তু সংক্রমণ হতে পারে। এর মতোই একই ধরনের সংক্রমণ হতে পারে। তবে বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ভয়াবহ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।