কীভাবে বুঝবেন ধীরগতিতে ব্লক হচ্ছে রক্তনালি?

রক্তনালির ব্লক দুভাবে হয়। একটি হঠাৎ, আরেকটি ধীরগতিতে। ধীরগতিতে রক্তনালি ব্লকের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৬০তম পর্বে কথা বলেছেন ডা. সাকলায়েন রাসেল।
ডা. সাকলায়েন রাসেল বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আস্তে আস্তে ব্লক হলে কী হবে?
উত্তর : এটি আসলে আরেকটি ধরন। ধরুন, উনার পায়ে আস্তে আস্তে ব্লক হচ্ছে, উনি সিগারেট খাচ্ছেন, সেখান থেকে আস্তে আস্তে ব্লক হচ্ছে, এই ব্যক্তির যেটি প্রথম উপসর্গ হয়, উনি হাঁটতে গেছেন, একটু বিশ্রাম নিচ্ছেন ভালো লাগা কাজ করছে। তবে একটি সময় দেখা গেল আধা কিলো হাঁটলেন, ব্যথা হলো। এখন দেখা গেল অল্প একটু হাঁটলে ব্যথা হয়। রোগের তীব্রতায় বসে আছেন পা ঝুলিয়ে, তখনো ব্যথা।
একটি সময় দেখা যায়, আঙুলের মাথায় ঘা হয়। এই যে আঙুলের মাথায় ঘা হয়, একে আমরা সারা দেশে ভুলক্রমে বার্জাস ডিজিস বলি। কিন্তু ৯৯ ভাগ ক্ষেত্রে দেখা গেছে, এটি বার্জাস ডিজিস নয়। এই রোগীগুলোকে আমরা যদি অস্ত্রোপচার করে, পরীক্ষা করে রিং পরিয়ে দিই, তারা কিন্তু সুস্থ জীবনযাপন করে। বার্জাস ডিজিস বলে তার আঙুল বা পা কাটার আগে অন্তত একজন ভাসকুলার সার্জনের কাছে পরীক্ষা করিয়ে নিন।