শিশুদের কী ধরনের হৃদরোগ হয়?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/23/photo-1542958807.jpg)
শিশুদের হৃদরোগ হয়। শুনে কিছুটা অবাক হলেন? অবাক হওয়ারই কথা। কারণ, আমরা সাধারণত বড়দের হৃদরোগের কথা চিন্তা করি। শিশুদেরও যে হৃদরোগ হতে পারে, এটি হয়তো মাথাতেই আসে না। শিশুদের এই হৃদরোগের কিন্তু আবার অনেক ধরন রয়েছে। জন্মগতভাবে অনেক শিশুই এসব হৃদরোগ নিয়ে আসে।
শিশুদের হৃদরোগের ধরনের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৬৫তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ রোকনুজ্জামান সেলিম। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কী কী ধরনের হৃদরোগে শিশুরা আক্রান্ত হয়?
উত্তর : শিশুদের হৃদরোগের মধ্যে প্রথম হলো অ্যাট্রিয়াল সেপট্রাল ডিফেক্ট। ভ্যান্টিকুলার সেপট্রাল ডিফেক্স, আর পিডিএ, আরেকটি হলো টেট্রালডি অব ফ্যাল ( টিওএফ)। এ ছাড়া আরো প্রচলিত কতগুলো রোগ রয়েছে। প্রতিনিয়ত আমরা পেয়ে থাকি, টিএপিভিসি। রক্তনালিগুলো এলোমেলোভাবে থাকে। এখানে মূল দুটো ধমনি, যেখান থেকে ওঠার কথা, সেখানে, না হয়ে উল্টোভাবে তারা ওঠে থাকে।
এ ছাড়া হার্টের মধ্যে আরো কিছু অপ্রচলিত রোগ থাকে। যেমন : অ্যালকাপা। হার্টের রক্ত পরিবহনকারী রক্তনালির মধ্যে আর্টারি আমরা যেটা বলি, সেগুলো নিয়ে সমস্যা থাকে। আমাদের দেশের প্রেক্ষাপটে রয়েছে, এএসডি, ভিএসডি, পিডিএ, টেট্রালজি, পিএপিভিসি। কিছু কিছু ক্ষেত্রে ট্র্যান পজিশন অব ভেন আর্টারিস। এই রোগগুলো নিয়ে বেশি কাজ করে থাকি।