পুরুষদের বন্ধ্যত্বের কারণ কী?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/28/photo-1543404798.jpg)
অস্বাস্থ্যকর জীবনযাপন, ধূমপান, মদপান করা ইত্যাদি পুরুষদের বন্ধ্যত্বের কিছু কারণ। পুরুষদের বন্ধ্যত্বের কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭০তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. কামরুন নেসা।
অধ্যাপক ডা. কামরুন নেসা বর্তমানে বিআরবি হাসপাতালের গাইনি ও অবস বিভাগের বিভাগীয় প্রধান ও পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : পুরুষদের বেলায় বন্ধ্যত্বের প্রচলিত কারণগুলো কী?
উত্তর : পুরুষদের বেলায় প্রধানত সিমেন অস্বাভাবিকতা থাকে। যাদের এই সমস্যা থাকে, তাদের বন্ধ্যত্ব বেশি হয়।
প্রশ্ন : সিমেন অস্বাভাবিকতার পেছনের কারণ কী?
উত্তর : অবশ্যই। এখন যেটি হয় যে সেডেন্টারি জীবনযাপন করা হয়। আমাদের ব্যায়াম করা হয় খুব কম। এটি একটি ফ্যাক্টর। ধূমপান, সেটি প্রত্যক্ষভাবে করা বলেন আর পরোক্ষভাবে করা বলেন, হয়তো সে নিজে ধূমপান করছে না, কিন্তু তার বন্ধু করছে—এগুলো তার ওপর প্রভাব ফেলবে।
অনেক পুরুষ মদপান করেন। এটি একটি কারণ হতে পারে। গরম পরিবেশে যদি কাজ করে, অন্তর্বাস যদি সিনথেটিকের হয়, এর জন্যও কিন্তু বন্ধ্যত্ব হচ্ছে। হিউম্যান প্যারামিটার অস্বাভাবিক হয়ে যাচ্ছে।