হার্টে যেসব অসুখ হয়
হার্ট শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, এ কথা সবাই জানেন। কেবল হার্ট অ্যাটাকই হার্টের অসুখ নয়, এ ছাড়া হার্টে বিভিন্ন অসুখ হতে পারে। হার্টের বিভিন্ন অসুখের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭৫তম পর্বে কথা বলেছেন ডা. ফারজানা জুলফিয়া খান।
ডা. ফারজানা জুলফিয়া খান বর্তমানে বিআরবি হাসপাতালের হৃদরোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হার্টের কী কী অসুখ হয়?
উত্তর : আসলে হার্টের রোগ অনেক বড় শব্দ। নির্দিষ্ট কিছুকে বোঝায় না। আমরা জানি, হার্টের কিছু নিজস্ব করনারি সাপ্লাই রয়েছে, রক্তনালি যেগুলো রয়েছে। এর যদি কোনো সমস্যা হয়ে থাকে, তখন আমরা একে বলি করনারি আর্টারি ডিজিস। হার্টের যদি ভাল্ভের কোনো সমস্যা হয়, তখন আমরা ভাল্ভিউলার হার্ট ডিজিস বলি। আর যখন একটি বাচ্চার হার্টে জন্মগত কোনো সমস্যা হয়, তখন একে কনজেনিটাল হার্ট ডিজিস বলি। এ ছাড়া হার্টের যে পেশি রয়েছে, এর যদি কোনো সমস্যা হয়, একে আমরা মায়োপ্যাথি বা কার্ডিওমায়োপ্যাথি বলি। যদি তার লেয়ারের কোনো সমস্যা হয়, তাহলে সমস্যা হতে পারে। হার্টের তিনটি লেয়ার থাকে, তখন আমরা অ্যান্ডোকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস ও পেরিকার্ডাইটিস বলি। তো, এই সব মিলে আমরা হার্টের অসুখ বা হৃদরোগ বলি।