পুরুষদের স্তনের বিষয়টি কী?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/04/photo-1543919084.jpg)
মেল ব্রেস্ট বা পুরুষদের স্তন একটি অপ্রচলিত বিষয়। অনেকেই এই সমস্যায় ভোগে। কীভাবে সমস্যাটি প্রকাশ পায় এবং কখন প্রকাশ পায়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭৬তম পর্বে কথা বলেছেন ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সার্জারি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : মেল ব্রেস্ট বিষয়টি কী?
উত্তর : আসলে মেল ব্রেস্ট হলো পুরুষদের জন্য একটি অপ্রচলিত বিষয়। এই প্রসঙ্গটি আমি আলোচনা করতে চাই, এ কারণে যে আমার জীবনে যত দূর দেখেছি, এই প্রসঙ্গটি নিয়ে তেমন আলোচনা হয় না। তবে এটি নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। কারণ, অনেক তরুণ ছেলে রয়েছে, তারা দুশ্চিন্তাগ্রস্ত থাকে, বিষয়টি নিয়ে। আসলে ব্রেস্ট বা স্তন তো ছেলেদের হওয়ার কথা নয়। তাহলে তাদের কেন হচ্ছে? এর চিকিৎসার দরকার রয়েছে কি?
প্রশ্ন : রোগী কীভাবে বুঝবে তার এই সমস্যা হচ্ছে?
উত্তর : সাধারণত ছোটবেলায় ছেলেদের কোনো অসামাঞ্জসতা আমরা দেখি না। কিন্তু অনেক সময় দেখা যায়, একটি ছেলে হয়তো সার্বক্ষণিকভাবে একটি টি শার্ট বা কাপড়- চোপড় পরে থাকে। এটি মূলত লুকিয়ে রাখে। আমরা বলি বুকের ভেতর একটি ফোলা রয়েছে। তখন সে হয়তো সংকোচবোধ করে জানাতে আসলে তার সমস্যাটা কোথায়। মূলত আমাদের কাছে রোগীরা আসে ফোলা নিয়ে। তারা খুবই চিন্তিত থাকে এ বিষয়ে।
প্রশ্ন : কখন এই সমস্যাটা শুরু হতে পারে?
উত্তর : আমরা একে পিউবার্টি বলি, ১৩ থেকে ১৬, এই পর্যায়ে কিছু হরমোনের ভারসাম্যহীনতা হয়। ইসট্রোজেন ও টেসটোসটেরন হরমোন। এই হরমোনের ভারসাম্যহীনতার কারণে ইসট্রোজেনের প্রভাবটা বেশি কাজ করে। এই কারণে দেখা যায় এটি বৃদ্ধি পায়।