পুরুষের স্তনের চিকিৎসা কী?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/05/photo-1544012652.jpg)
পুরুষদের স্তনের বৃদ্ধি একটি অস্বাভাবিক ও অপ্রচলিত বিষয়। তবে এর পরও কেউ কেউ এ সমস্যায় ভোগে। পুরুষদের স্তনের সমস্যার চিকিৎসা কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭৬তম পর্বে কথা বলেছেন ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সার্জারি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : চিকিৎসাটা কীভাবে শুরু করেন?
উত্তর : এই ছেলেগুলো যখন আমাদের কাছে আসে, খুব লজ্জাবোধ করে। সামাজিকভাবে তারা হেয় বোধ করে। আসলে এই চিকিৎসার দুটো অংশ রয়েছে। একটি হলো মেডিকেল ব্যবস্থাপনা, আরেকটি হলো সার্জারি। মেডিকেল ব্যবস্থাপনার মধ্যে রয়েছে নিশ্চিতকরণ। তাকে নিশ্চিত করতে হবে যে আপনি এটি নিয়ে কোনো ধরনের লজ্জাবোধ করবেন না। এটা এমনিতেই চলে যাবে। আমরা এ জন্য তাকে কিছুদিন সময় দিই। ছয় মাস, এক বছর তাকে আমরা বলেই দিই, এটি নিয়ে চিন্তিত হবেন না। এরপর বলি আপনি আমার কাছে আসেন বা একজন চিকিৎসকের কাছে যান। আসার পর আমরা যেটি করি, যদি দেখা যায় তার সমস্যা রয়েছে, আমরা চিকিৎসা দিই। এই ক্ষেত্রে আমাদের মেডিকেল কিছু চিকিৎসা রয়েছে আর সার্জারি রয়েছে। বর্তমানে টেমোকজেফিন নামে একটি ওষুধ রয়েছে, এই ওষুধটা আমরা দীর্ঘ সময় ধরে তাদের সেবন করতে বলি। এটি ইসট্রোজেনের প্রভাব কমিয়ে দেয়। এতে দেখা যায় আস্তে আস্তে এটি কমে আসে। যদি বৃদ্ধিটা বেশ বড় থাকে, তাহলে ওষুধে কাজ করে না, সেই ক্ষেত্রে আমরা অস্ত্রোপচার করি।