ছেলেদের বন্ধ্যত্বের চিকিৎসায় কী করবেন?
একটা সময় ভাবা হতো কেবল নারীর বেলাতেই বন্ধ্যত্ব হয়। তবে বন্ধ্যত্ব কেবল নারী নয়, পুরুষদের বেলাতেও হয়ে থাকে। পুরুষদের বন্ধ্যত্বের চিকিৎসায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭০তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. কামরুন নেসা।
অধ্যাপক ডা. কামরুন নেসা বর্তমানে বিআরবি হাসপাতালের গাইনি ও অবস বিভাগের বিভাগীয় প্রধান ও পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আর যদি ছেলেদের বেলায় বন্ধ্যত্ব হয়, তাহলে করণীয় কী?
উত্তর : ছেলেদের সিমেনে সমস্যা থাকতে পারে। মেডিকেল ডিজঅর্ডার, পরিবেশগত সমস্যা, ধূমপান- এগুলো আমরা ঠিক করে নেব। তাকে পরামর্শ দেব যে তার ধূমপান এড়িয়ে যেতে হবে। মদ্যপান এড়িয়ে যেতে হবে। নিয়মিত তাকে ব্যায়াম করতে হবে। স্বাস্থ্যকর জীবন যাপন করতে হবে। তাকে গরম পরিবেশের পরিবর্তন করতে হবে। অনেক সময় তার পেশাও পরিবর্তন করতে হয়। এগুলো ঠিক করব। পাশাপাশি যদি সিমেনে অস্বাভাবিকতা থাকে, তাহলে ইন্ট্রা ইউট্রাল ইনসামিনেশন একটি পদ্ধতি রয়েছে, সেটি করব। আর এটিতে অকার্যকর হলে আইভিএফ ( টেস্ট টিউব বেবি) করতে হবে।