বাত জ্বর নির্ণয়ে করণীয়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/10/photo-1544413288.jpg)
বাত জ্বরের বিষয়ে আলোচনা করেছেন ডা. ফারজানা জুলফিয়া খান ও ডা. সাখাওয়াৎ হোসেন। ছবি : এনটিভি
বাত জ্বরে অনেকেই ভোগেন। গলাব্যথা, উচ্চমাত্রার জ্বরের সঙ্গে গিঁটে ব্যথা ইত্যাদি বাত জ্বরের লক্ষণ। কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাত জ্বর খুব ভালোভাবে নির্ণয় করা যায়।
বাত জ্বর নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৮১তম পর্বে কথা বলেছেন ডা. ফারজানা জুলফিয়া খান। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের হৃদরোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বাত জ্বর হয়েছে, এটি নিশ্চিত হওয়ার উপায় কী?
উত্তর : এটা নিশ্চিত করতে গেলে প্রথমেই আমাদের ব্লাড কাউন্ট করতে হবে। যেহেতু ইনফেকশন, সেহেতু গণনাটা বেড়ে যাবে। এরপর আমরা এএসোটাইটার দেখতে পারি। সিআরপিটা দেখতে পারি। বাত জ্বরের ক্ষেত্রে ইএসআরটা বেশি থাকবে। এএসোটাইটার আমরা দেখতে পারি। আর গলা থেকে যদি আমরা সোয়াব নিই, সেটা খুব ভালো হয়।