অপুষ্টিতে ভোগা শিশুরাই সর্দি-কাশিতে বেশি আক্রান্ত হয়
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে। আর এ জন্য তারা সর্দি-কাশিতে দ্রুত আক্রান্ত হয়। তবে অপুষ্টিতে ভোগা শিশুরা সর্দি-কাশিতে বেশি ভোগে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে ৩২৮৩তম পর্বে কথা বলেছেন ডা. মশিউর রহমান। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের নবজাতক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : শীতকালে শিশুরা ঠান্ডায় বেশি আক্রান্ত হয় কেন? শিশুদের মধ্যে কোন দলটা বেশি আক্রান্ত হয়?
উত্তর : যেসব শিশু একটু অপুষ্টিতে ভোগে, তাদের সর্দি-কাশি খুব তাড়াতাড়ি বেড়ে গিয়ে নিউমোনিয়ায় রূপ নেয়। সব শিশুই দুর্বল প্রকৃতির। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আর রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বেশি কম, যারা পুষ্টিহীনতায় ভোগে তাদের। যারা একটু স্যাঁতসেঁতে, ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করে, তাদের এ ধরনের সমস্যা হয়।