রোটা ভাইরাস প্রতিরোধে শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন
ডায়রিয়া হওয়ার একটি অন্যতম কারণ রোটা ভাইরাস। সাধারণত শীতকালে রোটা ভাইরাসের মাধ্যমে শিশুরা ডায়রিয়ায় বেশি আক্রান্ত হয়।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে ৩২৮৩তম পর্বে কথা বলেছেন ডা. মশিউর রহমান। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের নবজাতক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : রোটা ভাইরাসে একজন শিশু কীভাবে আক্রান্ত হয়, সেটি থেকে বাঁচার উপায় কী?
উত্তর : রোটা ভাইরাস আসলে সব জায়গায় যত্রতত্র বিচরণ করছে। এটি সাধারণত যায় খাদ্য, পানি ও হাতের মাধ্যমে। ভাইরাস মুখে যায়, সেটি তখন খাদ্যনালিতে ঢোকে। সেই জন্য হাত ধোয়া খুব গুরুত্বপূর্ণ। সব সময় হাত ধুয়ে খেতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার খেতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চাদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যতটুকু পারা যায়।