হার্ট অ্যাটাকের চিকিৎসায় করণীয়
হার্ট অ্যাটাক হলে বুকে ব্যথা হয়, আবার বুকে ব্যথার লক্ষণ প্রকাশ না পেয়েও হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাক হলে দ্রুত রোগীকে চিকিৎসকের কাছে নিতে হবে।
হার্ট অ্যাটাক হলে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৮৫তম পর্বে কথা বলেছেন ডা. মো. ইলিয়াস আলী। বর্তমানে বিআরবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : হার্ট অ্যাটাকের রোগীদের আপনাদের কাছে নিয়ে গেলে কী চিকিৎসা দেওয়া হয়?
উত্তর : এটি হলো রোগীটা কতক্ষণের মধ্যে আমাদের কাছে আসছে, এর ওপর। হার্ট অ্যাটাক কী ধরনের সেটি দেখি, আর দেখি রোগীটা কতক্ষণের মধ্যে এসেছে।
রক্ত যে জমাট বাঁধে, একে ঠিক করার জন্য একটি বিষয় রয়েছে, থ্রম্বোলাইটিক এজেন্ট। রক্তের মধ্যে আমরা আয়োডিন দিয়ে দেই। আধা ঘণ্টার মধ্যে শুরু করতে হয়। করলে পেশির ক্ষতিটা কম হয়। আর যদি কম সময়ের মধ্যে আসে, আরেকটি বিষয় রয়েছে, প্রাইমারি পিটিসিআই বলি। সেটা হলো জমাট বাধার ওষুধ না দিয়ে সরাসরি ক্যাথল্যাবে নিয়ে গিয়ে, এখানে আমরা রিং বসিয়ে দিতে পারি। এর মানে সময় নষ্ট না করে, যত দ্রুত সম্ভব চিকিৎসা কেন্দ্রে রোগীকে নিয়ে আসা রোগীর জন্য উপকার।