ব্রেস্ট রিকনসট্রাকটিভ সার্জারি কখন করা হয়?
ব্রেস্ট রিকনসট্রাকটিভ সার্জারি বা স্তন পুনর্গঠন সার্জারি বর্তমানে আমাদের দেশে প্রচলিত হয়ে উঠছে। ব্রেস্ট রিকনসট্রাকটিভ সার্জারি কখন করা হয়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদ্নি অনুষ্ঠানের ৩২৮৮তম পর্বে কথা বলেছেন ডা. ফোয়ারা তাসমীম পামী। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে বার্ন, প্ল্যাস্টিক অ্যান্ড রিকনসট্রাকটিভ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ব্রেস্টের রিকনসট্রাকটিভ সার্জারি কখন করতে হয়?
উত্তর : ব্রেস্টের কসমেটিক সার্জারি ও রিকনট্রাকটিভ সার্জারি দুটোই হয়। ব্রেস্টের রোগের কারণে বা অন্যান্য যেকোনো সমস্যার জন্য আমরা রিকনসট্রাকটিভ সার্জারি করি। ছোট থেকে যদি শুরু করি, ফাইব্রয়েড এডিনোমা, এরপর নিপল রিট্রাকশন। এগুলো আমরা রিকনসট্রাকশন করে থাকি। এ ছাড়া ব্রেস্ট ক্যানসারের পরে ব্রেস্টটা ফেলে দেওয়া হলো, তাকে আবার রিকনসট্রাকশন করতে পারি। আর সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা ব্রেস্ট অবমেনটেশন করে থাকি। অনেকের হয়তো বয়সের সঙ্গে সঙ্গে ব্রেস্ট ঝুলে গেছে, এটি ঠিক করতে মাসটোপেক্সি করা হয়।
ব্রেস্ট রিডাকশন বলে যেটি রয়েছে, মানে ব্রেস্টের আকার ছোট করা, এটি আমরা দুই কারণে করতে পারি। চাহিদা অনুসারে বড় করতে চাইছে, একে ছোট করতে হতে পারে। অথবা মাঝে মাঝে এতই বড় হয়ে যায় যে সমস্যার কারণ হয়। কখনো কখনো ইডিওপ্যাথিক কারণে বড় হয়, আবার কখনো কখনো হরমোনাল কারণে এই সমস্যা হয়। এ সময় আমরা ব্রেস্ট রিডাকশন করতে পারি।