অ্যাজমার কারণে হওয়া শ্বাসকষ্টের ধরন কেমন?
শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হয়। এর মধ্যে অ্যাজমা অন্যতম একটি কারণ। তবে শ্বাসকষ্ট মানেই অ্যাজমা নয়। অ্যাজমার কারণে হওয়া শ্বাসকষ্টের কিছু আলাদা ধরন রয়েছে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৯০তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন। বর্তমানে তিনি বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : অ্যাজমার শ্বাসকষ্ট আর অন্য শ্বাসকষ্টের মধ্যে কোনো পার্থক্য রয়েছে কি?
উত্তর : অ্যাজমা আসলে একটি রোগ। এর ইতিহাস থাকে। শ্বাসকষ্ট হয়, সঙ্গে কাশি থাকে। ভেতরে একটি বাঁশির মতো আওয়াজ পাওয়া যায়। আমি মাঝেমধ্যে ভালো থাকি; মাঝেমধ্যে সমস্যা হয়। আমার পরিবারে কারো ইতিহাস থাকে। একটি ট্রিগার ফ্যাক্টর থাকে যে ধুলাবালি লাগলে বাড়ে বা ঠান্ডা পানি খেলে বাড়ে, রাতে বেশি হয়। এ রকম সাধারণত যদি হয়, তাহলে আমরা বলি এটি অ্যাজমা হতে পারে।