কোমরের বাত নির্ণয়ে যেসব পরীক্ষা করবেন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/27/photo-1545908524.jpg)
৭০ ভাগ কোমরের বাত বংশগতভাবে আসে। ছবি : সংগৃহীত
কোমরের বাত অনেকটাই বংশগত কারণে হয়। এই বাত নির্ণয়ে কিছু রক্ত পরীক্ষা ও জিনের পরীক্ষা করা হয়ে থাকে। কোমরের বাত নির্ণয়ের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৯৯তম পর্বে কথা বলেছেন ডা. ফয়সাল আহমেদ।
ডা. ফয়সাল আহমেদ বর্তমানে বিআরবি হাসপাতালের রিউমাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোমরের বাত নিয়ে রোগী এলে প্রথমে আপনারা কী করেন?
উত্তর : আমরা কিছু রক্ত পরীক্ষা করি। সিআরপি একটি রক্ত পরীক্ষা। কিংবা সিবিসি, ইএসআর রয়েছে। এগুলো করি। এইচ এলএবি২৭ একটি জেনেটিক পরীক্ষা। কারণ, এই বাত রোগের ৬০ থেকে ৭০ ভাগ বংশগতভাবে হয়। সুতরাং এই ক্ষেত্রে এইচএলএবি২৭ প্রায় ৯০ ভাগ থাকে। আমরা একই সঙ্গে কোমরের এক্স-রে করি। এক্স-রে থেকে আমরা কিছু লক্ষণ দেখতে পাই। এর ওপর ভিত্তি করে এই বাত রোগ নির্ণয় করা খুব সহজ হয়।