ফুসফুসের ক্যানসারে প্যালিয়াটিভ চিকিৎসা কীভাবে হয়?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/03/photo-1546507276.jpg)
অনিরাময়যোগ্য রোগের রোগীদের একটু আরাম বা স্বস্তি দেওয়ার জন্য যে চিকিৎসা দেওয়া হয়, একে প্যালিয়াটিভ চিকিৎসা বলে।
ফুসফুসের ক্যানসার যখন অগ্রবর্তী পর্যায়ে চলে যায় এবং রোগ নিরাময়ের আর কোনো আশা না থাকে, তখন প্যালিয়াটিভ চিকিৎসা দেওয়া হয়। ফুসফুসের ক্যানসারের বেলায় প্যালিয়াটিভ চিকিৎসা কীভাবে দেওয়া হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩০১তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন। বর্তমানে তিনি বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজে রেসপিরেটরি মেডিসিন বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ফুসফুসের ক্যানসারের বেলায় প্যালিয়াটিভ চিকিৎসা কী? এতে কী করে থাকেন?
উত্তর : কেবল ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে নয়, সব ক্যানসারের ক্ষেত্রেই প্যালিয়াটিভ চিকিৎসা করা হয়। যখন আমরা দেখি অনিরায়মযোগ্য কোনো রোগ, সেখানে আমাদের লক্ষ্যই থাকে রোগীর কষ্ট কমিয়ে দেওয়া। প্রথম হলো তার ব্যথা কমিয়ে দেওয়া। ফুসফুসের ক্যানসার যখন হাড়ে ছড়িয়ে পড়ে, তখন তার প্রচণ্ড ব্যথা হয়। ব্যথা কমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
দুই হলো, খাবারের পুষ্টি ঠিকঠাক ব্যবস্থাপনা করা। তার পুষ্টির দিকটা খেয়াল রাখা, তার ব্যথা কমিয়ে দেওয়া, তার শ্বাসকষ্টের চিকিৎসা দেওয়া। অন্যান্য যে সহযোগিতার মাধ্যমে সে ভালো থাকবে, সেগুলো নিশ্চিত করা। জীবনের শেষ দিন পর্যন্ত তার জীবনটাকে যতটুকু স্বস্তির করা যায়, সেটি নিশ্চিত করা। অনেক জায়গায় প্যালিয়াটিভ কেয়ার নামে অনেক সুবিধা রয়েছে।
ক্যাপশন : ফুসফুসের রোগীর চিকিৎসার বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন ও ডা. সাখাওয়াৎ হোসেন। ছবি : এনটিভি