অবাঞ্ছিত লোম বিষয়টি কী?
অনেকেই অনাকাঙ্ক্ষিত লোম বা অবাঞ্ছিত লোমের সমস্যায় ভোগেন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এ সমস্যা বেশি দেখা যায়।
অবাঞ্ছিত লোম বিষয়টি কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩০৯তম পর্বে কথা বলেছেন অধ্যাপক রেজা বিন জায়েদ। বর্তমানে তিনি স্কিন স্কয়ারের চর্মরোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অবাঞ্ছিত লোম বলতে কী বোঝায়? কোন কোন জায়গায় হয়? কারণগুলো কী?
উত্তর : আগে বলি কী বোঝায়? আসলে অতিরিক্ত লোম হলেই অবাঞ্ছিত লোম। সেটা মেয়েদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। এ জন্যই মেয়েদের অবাঞ্ছিত লোম বলা হয়। আরো বিশেষ জায়গাভেদে এইটার নাম অবাঞ্ছিত। মুখে সাধারণত মেয়েদের দাড়ির মতো লোম হয় না, পশমের মতো হালকা হতে পারে। এটা যদি ওই রকম দাড়ির মতো হয়ে যায়, তখনই অবাঞ্ছিত। মানে অবাঞ্ছিত লোম। এই লোম কেবল মুখের ক্ষেত্রে নয়, মোচ এলাকায়, থুতনির নিচে, মুখের পাশে, এমনকি বুকেও হতে পারে। যেসব জায়গায় বড় বড় লোম দেখা যায় না, সেসব জায়গায়ও এই লোম দেখা দেয়। তখনই আমরা একে হারসিউটিজম বলি। খুব সহজভাবে একে অবাঞ্ছিত লোম বলে।