থ্যালাসেমিয়া কী?
থ্যালাসেমিয়া একটি জন্মগত রক্তরোগ। এই রোগের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩১১তম পর্বে কথা বলেছেন ডা. মুনিম আহমেদ।
ডা. মুনিম আহমেদ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
প্রশ্ন : থ্যালাসেমিয়া রোগটি আসলে কী?
উত্তর : থ্যালাসেমিয়া হলো জন্মগত ও বংশগত একটি রক্তরোগ। এই রোগে আমাদের শরীরের হিমোগ্লোবিনের গঠন প্রণালিতে ত্রুটি দেখা দেয় অথবা এই হিমোগ্লোবিন সঠিক মাত্রায় তৈরি হয় না। এই হিমোগ্লোবিন থাকে লাল বা লোহিত রক্তকণিকায়। এই হিমোগ্লোবিনের কাজ হচ্ছে, শরীরে অক্সিজেন বহন করা। এই হিমোগ্লোবিন যখন সঠিক মাত্রায় তৈরি হয় না বা ত্রুটিপূর্ণভাবে তৈরি হয়, তখন অক্সিজেন বহনের সক্ষমতা কমে যায়। একেই আসলে থ্যালাসেমিয়া বলি আমরা।