চুল পড়ছে কেন?
চুল পড়ার অনেক কারণ রয়েছে। শরীরে ভিটামিনের অভাব, মানসিক চাপ, ধূমপান, মদ্যপান ইত্যাদি চুল পড়ার কারণ।
চুল পড়ার বিভিন্ন কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩১৮তম পর্বে কথা বলেছেন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। বর্তমানে তিনি ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট ও লেজার ট্রিটের ডার্মাটোলজি বিভাগের প্রধান পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : চুল পড়াকে কখন আপনারা সমস্যা হিসেবে ধরেন?
উত্তর : আসলে চুল পড়ার সমস্যাটা একটি মাল্টিফ্যাক্টরাল সমস্যা। ব্যাপারটা এমন নয় এটি একটি কারণে হচ্ছে। এটি আসলে অনেক কারণে হচ্ছে। সম্পূর্ণ জিনিসটিকে যদি আমি দুই ভাগে ভাগ করি, আমরা বলি কিছু বাইরের কারণে হয়, কিছু বলি ইন্টারনাল বা অভ্যন্তরীণ কারণে হয়।
অভ্যন্তরীণ কারণের মধ্যে কী কী রয়েছে? রয়েছে আয়রনের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি হলো, আপনার শরীরে মাইক্রোনিউট্রিয়েন্ট বা মিনারেলের অভাব হলো, মেয়েদের পিসিওএস থাকল। এরপর ধরুন, অন্যান্য কিছু কিছু রোগ থাকল। এরপর ধরুন, থাইরয়েড হরমোনের কারণে হলো, ডায়াবেটিস থাকল, উচ্চ রক্তচাপ থাকল- এগুলোর কারণে চুল পড়ে।
বাইরের কারণ কী? ধূমপান, মদ্যপান, সূর্যের আলো, মানসিক চাপ। এ রকম কিছু বাইরের কারণও রয়েছে।
অ্যান্ড্রোজনিক অ্যালোপেশিয়ার কারণে হতে পারে। বেড স্ক্যাল্পের জন্য হতে পারে। ডার্মাটাইটিস বা সোরিয়াসিস বা কোনো ফাঙ্কাল ইনফেকশনের কারণে চুল পড়তে পারে।
প্রশ্ন : যখন সমস্যা নিয়ে আসে, আপনারা কী প্রথমে বের করেন কী জাতীয় সমস্যা নিয়ে আসে?
উত্তর : আপনি বলতে পারেন যে আপনার পরিবারে টাক রয়েছে। আপনি বললেন, ‘আপনার বাবার টাক রয়েছে, আমরাও তাই চুল পড়ছে।’ হ্যাঁ, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়াতে এটি ঠিক রয়েছে। তবে এটি আপনি বাড়িয়ে তুলবেন, যদি আপনার জীবন যাপনের ধরনের সমস্যা থাকে।
যতটুকু চুল আপনার একটি পর্যায়ে পড়বে, সেটি ঠিক রয়েছে। তবে তা ধরে রাখতেওতো আপনাকে কিছু বিষয় মানতে হবে। ভালো ঘুমের প্রয়োজন রয়েছে। চুল খুব স্পর্শকাতর। আপনার জীবন যাপনের ধরনের কোনো ঠিক নেই, আপনি সমস্যায় পড়তে পারেন। চুলের জন্য বিশেষ কিছু ভিটামিন বা প্রোটিন লাগে। আমরা ত্বকের ভালো যত্ন করলাম চুলের করলাম না, হবে না। স্ক্যাল্পের যত্ন যদি ঠিকমতো না করা হয় তাহলে জিনিসটা আরো খারাপ হয়ে যাবে।