এনজিওগ্রাম কীভাবে করা হয়?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/18/photo-1547811451.jpg)
এনজিওগ্রাম এক ধরনের পরীক্ষা। হার্টের রক্তনালিতে ব্লক রয়েছে কি না, সেটি নির্ণয়ের জন্য এনজিওগ্রাম করা হয়।
এনজিওগ্রাম কীভাবে করা হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩২১তম পর্বে কথা বলেছেন ডা. মো. শফিকুর রহমান পাটওয়ারী। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : এনজিওগ্রাম কীভাবে করা হয়?
উত্তর : এনজিওগ্রাম হলো একটি পরীক্ষা। এটি এক ধরনের এক্স-রে। রক্তনালির ভেতরে ডাই দিয়ে আমরা পরীক্ষা করে দেখি যে রক্তনালির ভেতরে কোনো ব্লক রয়েছে কি না। এটি এক্স-রের মতো একটি পরীক্ষা। রক্তনালির মধ্যে মেডিসিন দিয়ে দেখি যে কোনো ব্লক রয়েছে কি না।
আর এনজিওগ্রামটা আসলে খুব একটা ঝুঁকিপূর্ণ নয়। কিছু রোগীর ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়। যদি বয়স বেশি থাকে, তার আনুষঙ্গিক যদি কোনো অসুবিধা থাকে, হার্টের কার্যক্রমের ক্ষমতা কম থাকে, সে ক্ষেত্রে কিছুটা ঝুঁকিপূর্ণ থাকে। তবে বর্তমানে এনজিওগ্রামকে অনেকটা ঝুঁকিহীনই বলা চলে।
এনজিওগ্রাম করার সময় একদিন হাসপাতালে থাকা লাগে। বর্তমানে হাতের মাধ্যমে এনজিওগ্রাম করা হয়। সে ক্ষেত্রে চার-পাঁচ ঘণ্টা থেকে রোগী বাড়ি চলে যেতে পারে।