শিশুর খোস-পাঁচড়ার সমাধানে কী করবেন?
স্কেবিজ বা খোস-পাঁচড়া ত্বকের প্রচলিত সমস্যা।সাধারণত স্কুলগামী শিশুদের খোঁস-পাচড়া বেশি হয় বলে মতামত বিশেষজ্ঞদের। এটি কমাতে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ।
শিশুদের খোস-পাঁচড়া কমাতে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩২৪তম পর্বে কথা বলেছেন ডা.তাওহীদা রহমান ইরিন। বর্তমানে তিনি শিওর সেল ডার্মাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্কুলগামী বাচ্চাদের ত্বকের যত্নে কী করতে হবে?
উত্তর : আমার কাছে মায়েরা দুটো সমস্যা নিয়ে আসে একটি স্কেবিজ, আরেকটি হলো মাথায় উকুন। ছেলে শিশু ও মেয়ে শিশু উভয়েরই। শিশুদের সঙ্গে মায়েদের নিজেদেরও এই সমস্যা থাকে।
স্কেবিজ ও মাথায় উকুন দুটোরই চিকিৎসা পদ্ধতি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। বাসায় কাপড়চোপড় ধুয়ে গরম পানিতে শুকোতে দিতে হবে। শিশু যে বিছানায় শোবে, সেই বিছানার চাদর যেন আমরা প্রতিদিন পরিবর্তন করি। আর স্ক্যাবিজের জন্য কিছু লোশন বা ওষুধ রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে। ইদানীং কিন্তু স্কেবিজের জন্য সাবান পাওয়া যায়। পরে যেন সমস্যা না হয়, এর জন্য ব্যবস্থাপনা সাবান হিসেবে আমরা এগুলো ব্যবহার করতে পারি।