অ্যাটোপিক ডার্মাটাইটিস হলে করণীয়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/22/photo-1548159793.jpg)
অ্যাটোপিক ডার্মাটাইটিস ত্বকের এক ধরনের প্রদাহ। শীতে এই ধরনের সমস্যা বাড়ে। এই সমস্যায় ত্বকে লালচে ভাব ও চুলকানি হয়। মা-বাবার থাকলে এটি শিশুদেরও হতে পারে।
শিশুদের অ্যাটোপিক ডার্মাটাইটিস হলে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩২৪তম পর্বে কথা বলেছেন ডা.তাওহীদা রহমান ইরিন। বর্তমানে তিনি শিওর সেল ডার্মাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুদের এটোপিক ডার্মাটাইটিস হলে করণীয় কী?
উত্তর : অ্যাটোপিক ডার্মাটাইটিসের তিনটি মাপ আমরা বলি। কোনো রকম প্রিজারভেটিভ সমৃদ্ধ খাবার খাওয়া যাবে না। যত সতেজ খাবার খাওয়ানো যায় তত ভালো। আর শিশু বুকের দুধ খেলে সেটি খাওয়াতে হবে। সেই সঙ্গে ময়েশ্চারাইজার মাখতে হবে। সেরামাইড বা ডার্মাটাইড ময়েশ্চারাইজার, যেটি লিকোরাইটযুক্ত সেটি ব্যবহার করতে হবে। এ সময় ত্বকের স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে যায়। পরিবেশের যে শুষ্কতা রয়েছে এর সঙ্গে সঙ্গে সে কিন্তু সবসময় যুদ্ধ করতে থাকে। তাই মা-বাবাকে সচেতন হতে হবে।