টনসিলের ব্যথা কমাতে নারকেল তেলের ব্যবহার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/03/21/photo-1553148795.jpg)
টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ থেকে গলাব্যথা, জ্বর, কানে ব্যথা, গলার মধ্যে আলসার ইত্যাদি সমস্যা দেখা যায়। টনসিলাইটিসের সমস্যায় গলাব্যথা বেশি হলে তো অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন। তবে এর আগে একটি ঘরোয়া উপায় মেনে দেখতে পারেন।
আর এ ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নারকেল তেল। নারকেল তেল ব্যবহার করে টনসিলের ব্যথা কমানোর উপায়ের কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।
টনসিলের ব্যথা কমাতে নারকেল তেল
একটি প্যানে দুই টেবিল চামচ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে গরম করুন। এর মধ্যে তিন টেবিল চামচ লেবুর রস দিন। চার ভাগের এক ভাগ কাঁচা মধু মেশান। অল্প তাপে মিশ্রণটি ভালোভাবে ব্ল্যান্ড করুন।
এর পর চুলা থেকে নামিয়ে একে ঠান্ডা হতে দিন। মুখ বন্ধ করা যায় এমন একটি পাত্র, অর্থাৎ এয়ারটাইট একটি পাত্রে মিশ্রণটি সংগ্রহ করুন। এক চা চামচ মিশ্রণ এক কাপ গরম পানিতে মিশিয়ে প্রতিদিন দুই থেকে তিনবার পান করুন। এক সপ্তাহ এভাবে পান করুন।