চোখের সাধারণ সমস্যাগুলো কী?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। ছানি, গ্লুকোমা, প্রেস বায়োপিয়া ইত্যাদি চোখের বিভিন্ন রোগ। চোখের সাধারণ রোগ নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ৩৩৮৮তম পর্বে কথা বলেছেন ডা. নাফিস এ চৌধুরী।
ডা. নাফিস এ চৌধুরী বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
এনটিভি : স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আরো কিছু বিষয় স্মরণ করতে চাই এই দিনে, স্বাধীনতা যুদ্ধের সময় এমন অনেক চিকিৎসক রয়েছেন, যারা যোদ্ধাদের সরাসরি চিকিৎসা দিয়েছেন। এমন অনেক নার্স রয়েছেন, যারা সরাসরি সেবা দিয়েছেন। তাদের ওই সময়ের গুরুত্বপূর্ণ কিছু অবদান, সেটি আমরা শ্রদ্ধার সঙ্গে বা শুভেচ্ছার সঙ্গে স্মরণ করতে চাই।
ডা. নাফিস এ চৌধুরী : আজ স্বাধীনতা দিবস। বঙ্গবন্ধু থেকে শুরু করে যত শহীদরা শহীদ হয়েছেন, এমনকি আমার এই পেশায় যত চিকিৎসক ও নার্স অথবা পেরামেডিকেলের যত কর্মী শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই।
এনটিভি : চোখের সাধারণ সমস্যাগুলো কী?
ডা. নাফিস এ চৌধুরী : আসলে আমাদের দেশে বড়দের যে সমস্যা, এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যেটি পাই সেটি হলো, ছানি। বয়সের সঙ্গে এর সম্পর্ক থাকে। অনেক সময় দেখা যায়, অনেক রোগের সঙ্গে ডায়াবেটিস বা অন্যান্য রোগের সঙ্গে সম্পর্ক থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এটি বয়স ও ডিজেনারেটিভ পদ্ধতি। এটি আমরা সবচেয়ে বেশি পাই।
বাংলাদেশের প্রেক্ষাপটে আরেকটি রোগ খুব বেশি থাকে। সেটি হলো, করোনিয়াল আলসার। যেহেতু এটি কৃষি নির্ভর দেশ, গ্রামে লোকজন কাজ করে, ওই সময় ধানের পাতা বা পাটের পাতার বাড়ি লেগে অথবা সড়ক দুর্ঘটনা হয়ে, ধুলাবালি পড়ে করর্নিয়াল আলসার হয়।
এ ছাড়া আরেকটি জিনিস আমাদের দেশে খুব বেশি হয়, সাধারণত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে। সেটি হলো, নেত্রনালির সমস্যা। একে ডেকরিওসিসটাইটিস বলি।
এ ছাড়া কিছু রোগ রয়েছে। যেমন : গ্লুকোমা একটি বড় রোগ। রোগ নির্ণয় না হলে পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার একটি আশঙ্কা থাকে। আরেকটি রোগ রয়েছে, আইরাইটিস বলি। চোখের ভেতর কিছু সংক্রমণ বা প্রদাহ হয়। এতে চোখ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলোই আমরা পাই। এ ছাড়া যেটি বেশি পাই, যেমন যাদের বয়স ৪০ হয়ে যায়,তাদের বয়সের কারণে একটি চশমা লাগে। একে আমরা প্রেস বায়োপিয়া বলি। ৪০ ও তার ওপরের বয়সের এটি হয়।
আরেকটি যেটি হয় চশমার জন্য দৃষ্টিহীনতা। এটি আমরা ঠিক করি চশমা দিয়ে। এই ধরনের রোগী আমাদের কাছে বেশি আসে।
এনটিভি : এটি কোন বয়সে আসে?
ডা. নাফিস এ চৌধুরী : আসলে চশমার প্রয়োজন ছোট থেকে বড় সবার হতে পারে। তবে প্রেস বায়োপিয়া যে বললাম, ৩৯/ ৪০ বছর বয়সে এই চশমাটা লাগবে। ৫৫ বছর বয়স পর্যন্ত এটি আস্তে আস্তে করে একটু করে বাড়তে থাকে।