হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে করণীয়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/03/27/photo-1553676918.jpg)
সঠিক জীবনযাপন মেনে চলা এবং উচ্চ রক্তচাপের ওষুধ নিয়মিত খাওয়ার পরও অনেক সময় অনেকের ক্ষেত্রে রক্তচাপ বেড়ে যেতে পারে। এই ক্ষেত্রে করণীয় কী, অর্থাৎ হঠাৎ উচ্চ রক্তচাপ বেড়ে গেলে করণীয় কী?
এ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৮৫তম পর্বে কথা বলেছেন ডা. মুহাম্মদ মাহবুব হোসেন। বর্তমানে তিনি ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের মেডিসিন বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : উচ্চ রক্তচাপের রোগীর রক্তচাপ হঠাৎ বেড়ে গেলে কী করণীয়?
উত্তর : একবার প্রেশারের ওষুধ আমি রোগীকে দিলাম, তবে তখনই কিন্তু বোঝা যাবে না, তার প্রেশার নিয়ন্ত্রণ হয়েছে কি না। চিকিৎসকের কাছে বেশ কয়েকবার এসে, এরপর ফলোআপে থেকে, প্রেশারের ওষুধ সমন্বয় করে, ঠিক করতে হবে।
যদি কোনো রোগীর হঠাৎ করে প্রেশার ১৮০/ ১১০ এর ওপরে উঠে যায়, অর্থাৎ রক্তচাপ অনেক বেড়ে যায়, সেই ক্ষেত্রে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে।