কোমরব্যথা হলেই কি কিডনির অসুখ?
অনেকেই এ রকম ধারণা করেন। কোমরব্যথা হলেই ভাবেন, বুঝি কিডনিতেই কিছু হলো। আসলে তা নয়। কিডনির সমস্যায় কোমরব্যথা খুবই অল্প কিছু ক্ষেত্রে হয়। হলেও সেটা হয় Loin-এ বা কাঁখে, ঠিক যেখানে গ্রামের মেয়েরা কলসি রাখে সেখানে।
এই ব্যথা হঠাৎ তীব্র ব্যথা, অল্প ব্যথা বা দীর্ঘমেয়াদি ব্যথা নয়। ব্যথা কাঁখ থেকে তলপেটের দিকে যায়।
কিডনির যেসব সমস্যায় কাঁখে ব্যথা হতে পারে সেগুলো হলো –
* ইউরেটার বা মূত্রনালিতে পাথর
* কিডনির ভেতরে পাথর
* মূত্রনালিতে টিউমার বা অন্য কোনো কারণে বাধা
* কিডনিতে ইনফেকশন (ইনফেকশনে জ্বর থাকবে)।
দীর্ঘ মেয়াদে কিডনি বিকল বা ক্রনিক কিডনি ফেলিউর হয় নীরবে। কোমরব্যথা হয় না। গ্লুমেরুলো নেফ্রাইটিস (কিডনির এক প্রকারের প্রদাহ), ডায়বেটিস, হাইপ্রেশার এসব কারণে কিডনি বিকল হয়।
জটিল ডায়রিয়া বা যেকোনো ডিহাইড্রেশনে, ওষুধের কারণে হঠাৎ কিডনি বিকল (একিউট রেনাল ফেইলিউর) হতে পারে। এ ক্ষেত্রেও কোমরব্যথার কোনো বালাই নেই।
তাই কোমরব্যথা হলেই কিডনির ভয়ে অস্থির না হয়ে অন্য কিছু ভাবুন। মেরুদণ্ডের হাড় ক্ষয় হলো কি না, কোমরের মাংসপেশিতে টান পড়ল কি না, মেরুদণ্ডের ডিস্কে সমস্যা হলো কি না ভাবুন।
ওপরের কারণগুলো ছাড়াও কোমরব্যথা হতে পারে। বিনা কারণেও হতে পারে। এমনকি ডিপ্রেশন বা বিষণ্ণতা থেকেও কোমরব্যথা হতে পারে।
লেখক : রেসিডেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।