পয়লা বৈশাখের আগে চুলের যত্নে তিন পরামর্শ
পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। পয়লা বৈশাখের সঙ্গে সাজের সম্পর্ক সব সময়। উৎসবের এই দিনটির সাজ কেমন হবে, এটি নিয়ে চলে নানা প্রস্তুতি। পয়লা বৈশাখের দিন চুলকে ঝলমলে ও সুন্দর রাখতে আগে থেকেই যত্ন নেওয়া জরুরি।
পয়লা বৈশাখের আগে চুলের যত্ন কেমন হওয়া প্রয়োজন, এ প্রসঙ্গে কথা হয় শিওর সেল মেডিকেল বিডির ডার্মাটোলজিস্ট ডা. তাওহীদা রহমান ইরিনের সঙ্গে। তাঁর পরামর্শমতে :
১. গরমে চুলে তৈলগ্রন্থি থেকে তেল নিঃসরণ ক্ষমতা বেড়ে যায়, চুল দেখায় চিটচিটে। চুল বিভিন্নভাবে বাঁধলেও কিছুক্ষণ পরে সেটি নষ্ট হয়ে যায়। তাই আগে থেকেই চুল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস তৈরি করতে হবে। এ ক্ষেত্রে হালকা শ্যাম্পু ব্যবহার করতে পারেন। শ্যাম্পুটি যেন হয় সালফেট ও সিলিকনমুক্ত, সেদিকে খেয়াল রাখুন।
২. ভেজা চুল বাঁধবেন না। চুল ফ্যানের বাতাসে শুকিয়ে হালকা করে বাঁধুন।
৩. চুল ভালো রাখতে হেয়ার স্প্রে, ফোম, জেল, হিপিং টুল পরিহার করার চেষ্টা করুন। ব্যবহার করুন প্রাকৃতিক কন্ডিশনার। যেমন : চায়ের লিকার, অ্যাপেল সিডার ভিনেগার, আমলা, সিকাকাই ইত্যাদি। এগুলো ব্যবহারে চুল পড়া ও চুলের ভাঙন কমে যায়; চুল হয় মজবুত। এগুলো চুলের আর্দ্রতা ধরে রাখে।