বৈশাখের গরমে কোন ধরনের পোশাক পরবেন

পয়লা বৈশাখের সঙ্গে বাঙালির সাজপোশাকের সম্পর্ক সর্বকালের। পয়লা বৈশাখের দিনটিতে কী পরব, পরব না—এ নিয়ে চলে নানা পরিকল্পনা, প্রস্তুতি। মেয়েদের ক্ষেত্রে কেউ শাড়ি পরতে পছন্দ করে, আবার কেউ সালোয়ার-কামিজ। আর পুরুষরা সাধারণত বেছে নেয় পাঞ্জাবি বা ফতুয়া।
তবে পয়লা বৈশাখের দিনটিতে যেহেতু সাধারণত গরম থাকে, তাই এ সময় পোশাক নির্বাচনে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।
বৈশাখের গরমে কোন ধরনের পোশাক পরা ভালো, এ বিষয়ে কথা হয় ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক হুমায়ুন কবীর হিমুর সঙ্গে। তিনি বলেন, ‘বাঙলা বছরের প্রথম দিনটিতে উৎসবের আমেজ চলতে থাকে সব জায়গায়। এই সময় যেহেতু গরম থাকে, তাই পোশাকের ক্ষেত্রে হালকা রং বেছে নিতে পারেন। এই ক্ষেত্রে সাদা, অফহোয়াইট, বাদামি রং প্রাধান্য পেতে পারে। তবে কালো পোশাক কোনোভাবেই পরবেন না। এ ছাড়া এই সময় মিক্সড কাপড় ব্যবহার না করে সুতি কাপড় ব্যবহার করাই ভালো। আর বাচ্চাদের ক্ষেত্রে হাফহাতা পোশাক বেছে নিতে পারেন। এতে গরম কম লাগবে।’
শিওর সেল মেডিকেল বিডির ডার্মাটোলজিস্ট ডা. তাওহীদা রহমান ইরিন বলেন, ‘পয়লা বৈশাখের দিন পোশাকের ক্ষেত্রে সুতি ও নরম কাপড় বেছে নিন। কারণ, মিক্সড বা অন্য কোনো কাপড়ের পোশাক পরলে ত্বকে র্যাশসহ অন্যান্য সমস্যা হওয়ার আশঙ্কা বাড়ে। তবে পোশাক যেন আরামদায়ক ও ফ্যাশনেবল হয় সে বিষয়ে খেয়াল রাখুন।’
ডা. তাওহীদা রহমান ইরিন আরো বলেন, ‘এখন ডিজাইনাররা সকল ধরনের মোটিভ তুলে ধরেন পোশাকে। যেমন : আকাশের পাখি, বাগানের ফুল, গাছের পাতা, ঢাকঢোল ইত্যাদি। বৈশাখ যেহেতু সকলের জন্যই তাই আপনার বয়স বুঝে, পরিবেশ বুঝে বেছে নিন আপনার পোশাক।’
তবে পোশাক নির্বাচনের ক্ষেত্রে হালকা রঙের প্রাধান্য দেওয়াটাই ভালো বলে পরামর্শ তাঁর।