মূত্রতন্ত্রের সংক্রমণ থেকে কিডনি সমস্যার ঝুঁকি
মূত্রতন্ত্রের সংক্রমণ বা ইউটিআইর চিকিৎসা না হলে এটি থেকে বিভিন্ন জটিলতা হতে পারে। অনেক সময় কিডনি ফেইলিউরের মতো সমস্যা হওয়ার আশঙ্কা বাড়ে।
মূত্রতন্ত্রের সংক্রমণের চিকিৎসা না হলে জটিলতা কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪১৯তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. শামীম আহম্মেদ। বর্তমানে তিনি কিডনি ফাউন্ডেশনের কিডনি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ইউটিআই হলে ক্ষতি কী?
উত্তর : এমনিতে ইউটিআই রেনাল ফেইলিউর করে না। কিন্তু আপনার যদি রাস্তা ব্লক থাকে, আবার ইউটিআই থাকে, ঠিকমতো চিকিৎসা না করেন, এই জীবাণুগুলো রক্তে চলে যাবে, সেপটিসিমিয়া হয়ে যাবে। যাদের ডায়াবেটিস থাকে, যাদের বয়স বেশি, তাদের কিন্তু অন্যান্য রোগও থাকে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাদের ইউটিআই হলে যদি সংক্রমণটা নিয়ন্ত্রণ না করে ক্ষতি হয়ে যেতে পারে।
এ ছাড়া অনেক সময় যদি বেশি সংক্রমণ থাকে, আপনার কিডনিও অকার্যকর হতে পারে। যেমন : পাইলোনেফাইটিসের ক্ষেত্রে কিডনি ছোট হয়ে যায়।