ছানির সার্জারি কখন করা ঠিক?
চোখের ছানি দূর করতে সার্জারি অন্যতম চিকিৎসা পদ্ধতি। তবে এই রোগের প্রাথমিক পর্যায়ে অনেকে সার্জারি করতে চায় না। অনেকের ধারণা, ছানি পেকে গেলে এটি করা ভালো।
ছানির সার্জারি কখন করা ঠিক, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪২৪তম পর্বে কথা বলেছেন ডা. জাকিয়া সুলতানা। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে চক্ষু বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : অনেকে ছানি পেকে গেলে সার্জারি করতে চায়। এই বিষয়ে আপনার পরামর্শ কী?
উত্তর : আসলে আগে অনেকে বলত, ‘ছানি পরিপক্ব হবে, এরপর অপারেশন করব।’ তবে এখন এই ধারণাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন বলে যে ছানি পাকার দরকার নেই। যেই সময় আপনার মনে হবে আপনার দেখতে অসুবিধা হচ্ছে, পড়তে অসুবিধা হচ্ছে, পথ চলতে অসুবিধা হচ্ছে, তখন আপনি ছানির অপারেশন করিয়ে নিতে পারেন। যত তাড়াতাড়ি অপারেশন করব, তত ভালো।