ডেন্টাল ইমপ্ল্যান্ট কাদের করা হয়?

দাঁত প্রতিস্থাপনের একটি অন্যতম পদ্ধতি হলো, ডেন্টাল ইমপ্ল্যান্ট। সাধারণত টাইটেনিয়ামের স্ক্রু ব্যবহার করে এটি করা হয়।
ডেন্টাল ইমপ্ল্যান্ট কাদের ক্ষেত্রে করা হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৪৩তম পর্বে কথা বলেছেন ডা. মো. মাসুদুর রহমান। বর্তমানে তিনি প্রসথোডনটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ডেন্টাল ইমপ্ল্যান্টে রোগী নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়?
উত্তর : দেখুন, দাঁত যাঁর নেই তাঁর প্রতিস্থাপন করতেই হবে যে পদ্ধতিতে হোক। যেহেতু ডেন্টাল ইমপ্ল্যান্ট ডিভাইস দিয়ে করা হয়, ছয় থেকে ১৩ মিলিমিটারের একটি স্ক্রু চোয়ালের হাড়ের ভেতর বসানো হয়, তাই হাড়ের এটি নেওয়ার মত ক্ষমতা থাকতে হবে।
আসলে সব রোগীকেই ডেন্টাল ইমপ্ল্যান্টের আওতায় আনা যায় না। তবে এ ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমাদের অবশ্যই খেয়াল করতে হবে।
ধরুন, ডেন্টাল ইমপ্ল্যান্ট খুব ছোট একটি সার্জারি। ছোট সার্জারি করতে গিয়ে যেসব জিনিস আমাদের মাথায় রাখতে হয়, এখানেও একই জিনিস মাথায় রাখতে হবে। যেমন, ব্লিডিং ডিজঅর্ডার থাকলে খেয়াল করতে হবে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি উচ্চ রক্তচাপ থাকে, সেটি আমাদের মাথায় রাখতে হবে।
প্রশ্ন : বয়সটা কি আপনারা দেখেন এই ক্ষেত্রে?
উত্তর : বয়স তেমন বিষয় নয়। তবে কম বয়স হলে, ১৬ বছরের যদি কম হয়, তখন চোয়ালের বৃদ্ধিটা থাকে না, আমরা মনে করি ১৬ থেকে ১৭ বছর বয়সে যখন হবে, যখন চোয়ালের সম্পূর্ণ বৃদ্ধি হবে তখন ইমপ্ল্যান্ট করা ভালো। আবার ৭৫, ৭৮ বয়স পর্যন্ত আমরা ইমপ্ল্যান্ট করছি।