থাইরয়েডের ওষুধ কি সারা জীবন খেতে হয়?
থাইরয়েড দেহের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি। এই গ্রন্থি থেকে যখন হরমোন বেশি মাত্রায় বের হয়, তখন একে হাইপারথাইরয়েডিজম বলে। আর যখন কম মাত্রায় হরমোন বের হয়, তখন একে হাইপোথাইরয়েডিজম বলে।
অনেকের ধারণা থাইরয়েডের হরমোন একবার শুরু করলে সারা জীবন খেতে হয়। ধারণাটি কি সঠিক, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৪৫তম পর্বে কথা বলেছেন ডা. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে মেডিসিন বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : থাইরয়েডের ওষুধ সারা জীবন খেতে হবে, এটি ভেবে অনেকে চিকিৎসা করতে চান না। এ বিষয়ে আপনার মতামত কী?
উত্তর : এটি কিন্তু একটি ভ্রান্ত ধারণা। হাইপোথাইরোয়েডিজম যদি হয়, আপনাকে সারা জীবন চিকিৎসা নিতে হবে। নিবেন না ভালো থাকবেন না। আপনি আবার বোকা হয়ে যাবেন।
তবে হাইপারের বিষয়ে দেখা গেছে যে অনেক হাইপারথাইরয়েডিজম, থাইরয়েডক্সিনোসিসের ক্ষেত্রে এক বা দেড় বছর যদি নিয়মিত চিকিৎসা নেয়, তাহলে ভালো হয়ে যায়। একে আবার রেডিও আয়োডিন দিয়ে চিকিৎসা করা যায়। এগুলোর আবার সিলেকশন রয়েছে যে কোনটা করতে হবে। সার্জারিও করা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যান্টিথাইরয়েড ওষুধ দিয়ে চিকিৎসা করি।