কীভাবে দূর করবেন ব্রণের ক্ষত?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/06/photo-1567784128.jpg)
ব্রণ হওয়ার পর সেরে গেলে অনেক সময় এর ক্ষত রয়ে যায়। আর এটি নিয়ে অস্বস্তিতে পড়েন অনেকে। ব্রণের ক্ষত দূর করতে করণীয় কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৩৬তম পর্বে কথা বলেছেন ডা. জেসমিন আক্তার লীনা। বর্তমানে তিনি সরকারী কর্মচারী হাসপাতালে চর্ম ও যৌন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ব্রণের ক্ষত কীভাবে দূর করেন?
উত্তর : ব্রণের ক্ষত দূর করতে খাবার ওষুধ দিয়ে তেমন লাভ হয় না। তখন আমাদের কিছু পদ্ধতিতে যেতে হয়। সেগুলোর ক্ষেত্রে ক্যামিক্যাল পিলিং করা যেতে পারে। মাইক্রোডার্মাব্রেশন করা যেতে পারে। মাইক্রোডার্মাব্রেশন হলো, চামড়া ঘষে নতুন চামড়া তৈরি হওয়ার একটি প্রক্রিয়া। লেজারের মাধ্যমে করা যেতে পারে। এই চিকিৎসাগুলো দিয়ে ছোট ছোট গর্ত ঠিক করা যায়। আর যদি বেশি বড় গর্ত হয়ে যায়, দেখা যায়, বড় বড় দুই/ চারটি গর্ত খারাপ দেখাচ্ছে, তখন সাবসিশন করি। পাঞ্চ গ্রাফটিং করা হয়। পাঞ্চ এক্সিশনও করা যায়।
প্রশ্ন : কেমন সময় লাগে মোটামুটিভাবে স্বাভাবিক অবস্থায় আসতে?
উত্তর : মোটামুটি একটু সময় লাগে। একটু ধৈর্য ধরতে হবে। প্রতি মাসে দেখা যায় কয়েকটি সেটিং দিতে হয়। ধীরে ধীরে এর উন্নতি হয়। অনেক সময় একটি প্রক্রিয়া না করে, আমরা সমন্বয় করেও করে থাকি।