হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পার্থক্য কী
অনেকের মধ্যে হার্ট অ্যাটাক ও স্ট্রোক নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে। অনেকেই হার্ট অ্যাটাককেই স্ট্রোক ভাবেন। আজ ১৬ জানুয়ারি এনটিভির স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২২৬৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম।
প্রশ্ন : হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে কী কোনো পার্থক্য রয়েছে?
উত্তর : অনেকে রয়েছেন যাঁরা স্ট্রোককে হার্ট অ্যাটাক ভাবেন। অথবা অনেকে হার্ট অ্যাটাককে স্ট্রোক বলে মনে করেন। আসলে বিষয়টি তা নয়। হার্টের রক্তনালি বন্ধ হয়ে যাওয়ার ফলে হার্টের কার্যক্ষমতা বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়।
যে কারণে হার্ট অ্যাটাক হয়, ঠিক একই কারণে স্ট্রোক হয়। আমাদের যে মস্তিষ্ক, যেটি সারা শরীরকে পরিচালনা করে, সেখানেও রক্ত চলাচলের এ রকম নালি রয়েছে সে নালিগুলোর কোনো একটি অংশ যদি বন্ধ হয়ে যায়, তাহলে মস্তিষ্কের কিছু অংশের ক্ষতি হয়ে যায়। সে ক্ষেত্রে শরীরের কোনো দিকের অংশ প্যারালাইসিস হয়ে যায় বা অবশ হয়ে যায়। একে সাধারণত স্ট্রোক বলে। সুতরাং আমরা সাদামাটা ভাবে বলতে পারি, হার্টের রক্তচলাচল বন্ধ হয়ে হার্টের যে ক্ষতি হয়, একে হার্ট অ্যাটাক বলা হয়। আর মস্তিষ্কের রক্ত চলাচল বন্ধ হয়ে মস্তিষ্কের যে ক্ষতি হয় সেটাকে স্ট্রোক বলা হয়।