ফুসফুস ক্যানসারের প্রাথমিক লক্ষণ
ফুসফুস ক্যানসার হলে কাশির সঙ্গে রক্ত যায়। এ ছাড়া ফুসফুস ক্যানসারের আরো লক্ষণ রয়েছে। কিছু ঝুঁকিপূর্ণ বিষয় ফুসফুসের ক্যানসার ঘটায়।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৩৬৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. এ কে এম মোস্তফা হোসেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : একজন মানুষের ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হওয়ার জন্য কোন বিষয়গুলো ঝুঁকি হিসেবে কাজ করে?
উত্তর : ধূমপান সবচেয়ে ক্ষতিকর জিনিস। এর পর যারা সাদা পাতা, জর্দা খায়—এগুলো ঝুঁকির কারণ বা অনেকে গুল ব্যবহার করে, এগুলোও ঝুঁকির কারণ। এ ছাড়া কিছু রাসায়নিক পদার্থ আছে, যেগুলোও অনেক সময় ঝুঁকির কারণ হয়।
প্রশ্ন : ফুসফুসের ক্যানসারে সাধারণত কোন বয়সে মানুষ বেশি আক্রান্ত হয়?
উত্তর : ফুসফুসের ক্যানসার সাধারণত যেকোনো বয়সে হতে পারে। তবে মধ্যবয়সে বা প্রাপ্তবয়স্ক বয়সে বেশি হয়।
প্রশ্ন : ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কি কোনো লক্ষণ ধরা পড়ে?
উত্তর : খুব প্রাথমিক অবস্থায় রোগী বুঝতেই পারে না, তার ফুসফুসে ক্যানসার হয়েছে। ফুসফুস ক্যানসারের লক্ষণ হলো—কিছু খেতে পারবে না, তার আস্তে আস্তে ওজন কমে যাবে, কাশি হবে। খুসখুসে কাশি হবে। পরে আস্তে আস্তে কাশির ধরন পরিবর্তন হয়ে যাবে। তার গলার স্বরও বন্ধ হয়ে যেতে পারে। কাশির সঙ্গে প্রচুর রক্ত যাবে। এই লক্ষণগুলো অনেক সময়ই প্রাথমিক অবস্থায় ধরা পড়ে না, অনেক পরে গিয়ে ধরা পড়ে। প্রথমে হয়তো রোগীর ওজন কমে যাবে, খেতে পারবে না। অনেক সময় রোগী বুঝতেও পারে না, তার ফুসফুসে ক্যানসার হয়েছে। ক্যানসারের আকার যদি খুব ছোট হয়, এক্স-রে করলেও অনেক সময় ধরা পড়ে না। এ জন্য সিটিস্ক্যান বা প্যাট সিটিস্ক্যান করলে ফুসফুসের ক্যানসার নির্ণয় করা যায়।