গরমের সময় শিশুদের জন্য পাউডার কীভাবে ব্যবহার করবেন?

অনেকে বাচ্চাদের গায়ে গরমের সময় বেশি পাউডার মাখেন। এই বিষয়টি ঠিক কি ঠিক নয়। তা নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৩৯১তম পর্বে কথা বলেছেন ডা. আহম্মেদ আলী। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এবং বর্তমানে মেডিনোভা মেডিকেল সার্ভিসে একজন চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
প্রশ্ন : গরমের সময় একটি বিষয় আমরা খেয়াল করি, বাচ্চাদের খুব বেশি পরিমাণ পাউডার দেওয়া হয়, যাতে শরীর ঠান্ডা থাকে। সেটি আসলে কতখানি যুক্তিযুক্ত?
উত্তর : পাউডার কিছু কিছু ক্ষেত্রে উপকারী। তবে পাউডার দিতেই হবে এমন কোনো বিষয় নেই। অনেক সময় শরীরের বিশেষ কিছু ভাঁজগুলো বেশি স্যাঁতসেঁতে হয়ে যায়। যেখানে ঘাম বেশি জমে সেই জায়গাগুলো স্যাঁতসেঁতে হয়ে যায়। এমন যদি কারো থাকে সেই ক্ষেত্রে পাউডার দেওয়া যেতে পারে। এতে কিছুটা আরামদায়ক হবে, শুকনো থাকবে। কিন্তু সেই পাউডারের ক্ষেত্রে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। পাউডার বড়দের আলাদা আছে, ছোট বাচ্চাদের আলাদা। দ্বিতীয়ত পাউডারটি উন্নত, ভালো কোম্পানির হতে হবে। কারণ পাউডারের ভেতরে, কোয়ালিটির (মানের) কারণে অনেক সমস্যা হয়। শরীরের আরো ক্ষতি হয়। তাই পাউডার উন্নত, ভালো কোম্পানির হতে হবে। তৃতীয়ত, যদি তার ঘামাচির প্রবণতা থাকে, তাহলে প্রিকলিহিট পাউডার পাওয়া যায় এই ঘামাচির জন্য। সেটি ব্যবহার করলে আরো ভালো হবে। এভাবে পাউডারটি ব্যবহার করা যায়।